গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। দীর্ঘ ১৬ দিন ধরে চলমান অচলাবস্থা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাকৃবি শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।আরো পড়ুন:দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি শিক্ষার্থীদেরআলোচনা ফলপ্রসূ হয়নি, ৬ দাবিতে অনঢ় বাকৃবি শিক্ষার্থীরা দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি শিক্ষার্থীদের আলোচনা ফলপ্রসূ হয়নি, ৬ দাবিতে অনঢ় বাকৃবি শিক্ষার্থীরা যৌথ বিবৃতিতে সংগঠনটির শাখা সভাপতি আবু নাছির ত্বহা ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে আন্দোলন-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক।...