কংক্রিটের শহরে ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে। নগরবাসী নিজেদের ছাদে সবজি, ফল, ফুল ও নানা ধরনের গাছ লাগাচ্ছেন। একদিকে যেমন তারা তাজা খাদ্য পাচ্ছেন, অন্যদিকে ছাদের তাপমাত্রায়ও ধীরে ধীরে পরিবর্তন আসছে। প্রশ্ন উঠতে পারে, ছাদের বাগানগুলো কি সত্যিই ওজোন স্তর রক্ষায় কোনো ভূমিকা রাখে? ওজোন স্তর মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। যেখানে ওজোন অণুগুলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। যদি ওজোন স্তরের সুরক্ষা না থাকে, তাহলে মানুষের শরীরে চর্মরোগ, চোখের সমস্যা, এমনকি ফসল ও জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। ওজোন ধ্বংসের প্রধান কারণ হচ্ছে মানুষের তৈরি ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস। তবে পৃথিবীর প্রতিটি গাছপালা বায়ুমণ্ডলকে সুরক্ষিত রাখতে পরোক্ষভাবে অবদান রাখে। বিশেষ করে যান্ত্রিক শহরে ছাদের বাগানগুলো এ প্রক্রিয়ায় কয়েকভাবে ভূমিকা রাখছে। প্রথমে যদি বলি, গাছ কার্বন-ডাই-অক্সাইড...