গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার আশঙ্কা ছিল বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি জানতেন- এমন অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যদি কেউ ভেবে থাকে অধিকার পরিষদের ওপর হামলা করে রক্ত ঝরিয়ে বেঁচে যাবে তাহলে তা ভুল ভাবছে। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন মোড়ে জুলাই মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই জনতার সমাবেশে’ তিনি এ আল্টিমেটাম দেন। সমাবেশ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। পাশাপাশি গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর হামলার বিচার, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহিতা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। রাশেদ...