পাল্টা শুল্কে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও মার্কিন বাজার সংকুচিত হওয়ায় বাংলাদেশের রপ্তানি কমতে পারে ১২৫ কোটি ডলার। যার বড় অংশই তৈরি পোশাক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা র্যাপিড এমন পূর্বাভাস তুলে ধরে। এসময় বাণিজ্য সচিব জানান, এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে, রপ্তানি বৈচিত্র্য ও উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বাংলাদেশের ৭০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক যায় আমেরিকায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে পোশাক রপ্তানিতে বাড়তি ২০ শতাংশ বেশি শুল্ক দিতে হবে। ফলে বাজারটিতে বেড়ে যাবে পোশাকের দাম। একইভাবে অন্যান্য পণ্যের দামেও শুল্কের প্রভাব পড়বে। এতে কমতে পারে ভোক্তাচাহিদা, বাজারের আকার। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি দামের কারণে আমেরিকায় বছরে পোশাক আমদানি কমবে ১ হাজার কোটি ডলার। তাই প্রতিযোগী কয়েকটি দেশের চেয়ে বাংলাদেশের ওপর শুল্ক কম...