ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন পরিচ্ছন্নতাকর্মীর জীবনযাত্রা যেন অন্য গল্প বলে। মাসিক বেতন ১৭ হাজার টাকার চাকরি, অথচ তাদের সম্পদ, আয়-উপার্জন আর জীবনযাপন ঢাকায় বড় ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ছাড়িয়ে গেছে। কেউ হয়েছেন পাঁচতলা ভবনের মালিক, কেউ চালাচ্ছেন ব্যবসা—সন্তানরা পড়ছে কানাডার মতো দেশে। গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে এই অস্বাভাবিক সম্পদের চিত্র বেরিয়ে এসেছে।এই তিনজন হলেন—আব্দুল লতিফ, আব্দুল জলিল ও এখলাছ। শুধু পরিচ্ছন্নতাকর্মী হিসেবেই নয়, তারা দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে জালিয়াতির মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।আব্দুল লতিফঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু করলেও এখন তিনি হাজারীবাগে ছয়তলা ভবনের একাধিক ফ্ল্যাটের মালিক। তার স্ত্রীও একটি ফ্ল্যাটের মালিকানা স্বীকার করেছেন। পাশাপাশি তিনি স্কেলিং ভেঞ্চারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।অনুসন্ধানে...