রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন প্রতিবছরই পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। এবারের বর্ষায়ও এর ব্যতিক্রম হয়নি।নদীর পানি কিছুটা কমলেও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এতে অন্তত চারটি গ্রামের প্রায় ১৫০ পরিবার চর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। প্রায় ৩৬ বর্গকিলোমিটারের এ চরের পরেই ভারতীয় সীমান্ত। চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, পানি বৃদ্ধির সময় চর আষাড়িয়াদহের কয়েকটি ওয়ার্ড তলিয়ে যায়। তখন অনেকে চর ছেড়ে আশপাশের এলাকায় চলে যান। পানি নামার পর ভাঙন শুরু হওয়ায় আর ঘরে থাকার উপায় নেই, ফলে অনেকেই ঘরবাড়ি ভেঙে পাড়ে চলে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, হঠাৎপাড়া, চর বয়ারমারি, কামারপাড়া, জামাইপাড়া ও আমতলা খাসমহল গ্রামে ভাঙন চলছে। জামাইপাড়ার সাইদুর রহমানের বাড়ির অর্ধেক নদীতে ভেঙে পড়েছে, বাকিটা নৌকায় তোলার চেষ্টা করছেন তিনি। এর আগে দুবার...