জানা গেছে, নিহত জাগির হোসেন উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল ফজল (ভোলা মিয়ার) ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বনপুকুর এলাকায় গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি দ্রুতগতির মারসা পরিবহনের বাস একটি লেগুনা গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী জাগির হোসেন গাড়ির ধাক্কায় খাদে পড়ে যান এবং গাড়ির নিচে চাপা পড়েন। ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি উদ্ধার করে নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। বাসটি তল্লাশি চালিয়ে আর কাউকে বাসের নিচে পাওয়া যায়নি। নিহতের ভাই ফরহাদ হোসেন বলেন, ‘আমার ভাই জাগির বাড়ি থেকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছিল। পথে মারসা পরিবহনের ধাক্কায় সে...