লক্ষ্মীপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওলাদ হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেঘনা বাজার এলাকার বাসিন্দা। তিনি রিকশাচালক। অভিযুক্তরা হলেন— স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদ হোসেন ও সেক্রেটারি ফারুক হোসেন। স্থানীয়রা জানিয়েছেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদকে মারধর করে মাথা ন্যাড়া করা হয়। শালিসি বৈঠকের নামে এ কাণ্ড করেন স্থানীয় বিএনপি নেতারা। অনেকেই নিষেধ করা সত্ত্বেও আওলাদের মাথা ন্যাড়া করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আওলাদ হোসেন এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন, শিশুটির বাড়িতে পানি খেতে গিয়েছিলেন তিনি। পরে ধর্ষণের অপবাদ দিয়ে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে...