ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দোহায় হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় কাতারের পাশে দাঁড়িয়ে ইসলামী বিশ্ব নিজেদের ঐক্য ও সমর্থন প্রমাণ করেছে।সোমবার ওআইসি-আরব লীগ বিশেষ সম্মেলনে এরদোয়ান বলেন, “এই হামলা ইসরায়েলের দস্যুতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।”তিনি আরও বলেন, “আমরা এমন এক সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি, যা বিশৃঙ্খলা ও রক্তপাত থেকে পুষ্টি পায়— আর একটি রাষ্ট্র সেটির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”এরদোগান বলেন, ‘নেতানিয়াহুর সরকারের লক্ষ্য স্পষ্ট— ফিলিস্তিনে গণহত্যা ও হত্যাযজ্ঞ অব্যাহত রাখা এবং একই সাথে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করা। এজন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে এবং ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে হবে।’তিনি বলেন, ‘ইসলামী বিশ্বের কাছে ইসরাইলের সম্প্রসারণবাদী স্বপ্ন ভেঙে দেয়ার যথেষ্ট উপায় ও সামর্থ্য রয়েছে। এজন্য তেল-আবিবকে অর্থনৈতিকভাবেও কোণঠাসা করতে হবে।’এরদোগান জানান, আঙ্কারা...