আগস্টের শেষ দিকে সুইডিশ প্রাইভেসি প্রটেকশন কর্তৃপক্ষ জানায়, তারা ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে ২৫০টি অভিযোগ পেয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অন্তত ১৬৪টি পৌরসভা ও চারটি আঞ্চলিক কর্তৃপক্ষ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।সর্বজনীন সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, বিশেষ করে গথেনবার্গ শহরের কর্মচারীরা এ হ্যাকিংয়ের ফলে প্রভাবিত হয়েছে।একাধিক বেসরকারি কম্পানির তথ্যও ফাঁস হয়েছে, যার মধ্যে রয়েছে ট্রাক নির্মাতা ভলভো, এয়ারলাইন এসএএস এবং বিমান ইঞ্জিন নির্মাতা জিকেএন এয়ারোস্পেস।নিউজজি/এস আর সর্বজনীন সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, বিশেষ করে গথেনবার্গ শহরের কর্মচারীরা এ হ্যাকিংয়ের ফলে প্রভাবিত হয়েছে।একাধিক বেসরকারি কম্পানির তথ্যও ফাঁস হয়েছে,...