ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ‘ওষুধ প্রতিরোধ’ (Drug Resistance)। রোগীরা প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও কিছুদিন পর টিউমার নতুন কৌশলে প্রতিরোধ গড়ে তোলে, ফলে চিকিৎসা ব্যর্থ হয়ে যায়।এই দীর্ঘদিনের অচলাবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন ইরানি তরুণ বিজ্ঞানী ড. সেপিদেহ মির্জায়ী-ভারযেগানি। তিনি আণবিক জীববিজ্ঞানের জটিল সংকেতপথ এবং নন-কোডিং আরএনএ নিয়ে গবেষণা করে দেখিয়েছেন, ক্যান্সার কোষকে আবারও ওষুধের প্রতি সংবেদনশীল করা সম্ভব। এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন মুসলিম বিশ্বের নোবেলখ্যাত সম্মান—‘মুস্তাফা (সা.) পুরস্কার’। ২০১২ সালে ইরানে চালু হওয়া ‘মুস্তাফা পুরস্কার’ মুসলিম বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্মাননাগুলোর একটি। পুরস্কারের নাম ‘মুস্তাফা’ ইসলামের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর সম্মানার্থে রাখা হয়েছে। ২০১৫ সাল থেকে এই পুরস্কার প্রতি দুই বছর অন্তর তিনটি বিভাগে দেওয়া হচ্ছে: ‘জীবন ও চিকিৎসা বিজ্ঞান ও...