জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১১০৭ নং কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কেরাত, নাতে রাসুল (সা.), উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিশেষ করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নবী করিম (সা.)-এর জীবনাদর্শ গভীরভাবে অনুধাবনের সুযোগ দেয়।” বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির সর্বোত্তম পথপ্রদর্শক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে আমাদের ব্যক্তি, সামাজিক ও...