যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ছোট ভাই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে সদস্য করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এক হয়ে আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অতীতে কাজী ইনাম আহমেদ যশোর ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি খেলাধুলার উ ন্নয়ন ও খেলোয়াড়দের কল্যাণে বাধা সৃষ্টি করেছিলেন। অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় তার প্ররোচনায় শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভা আয়োজনের কারণে মাঠ ও গ্যালারির ব্যাপক ক্ষতি হয়। এছাড়া ব্যক্তিগত স্বার্থে ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে সংগঠকদের মধ্যে বিভাজনও সৃষ্টি করেছিলেন তিনি। ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা অভিযোগ করেন,...