১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম ফরিদপুরের ভাঙ্গা সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে শরীয়তপুর জেলার বিভিন্ন সড়ক দিয়ে এখন অন্য জেলার বাস ও পরিবহন চলাচল করছে। এতে জেলার সড়কগুলোতে চাপ কয়েকগুণ বেড়ে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল পরিবহনের অন্যতম প্রধান পথ ছিল এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ফরিদপুরের ভাঙ্গা সড়ক বন্ধ থাকায় শরীয়তপুর জেলার ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে। পরিবহনে দেরি হওয়ায় শরীয়তপুরের পাইকারি বাজারগুলোতে সবজি, মাছ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে দ্রুত নষ্ট হয় এমন কৃষিপণ্য পরিবহনে দেরি হওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। অনেক ব্যবসায়ী অভিযোগ করছেন, অতিরিক্ত পরিবহন খরচ ও সময় নষ্টের কারণে তাদের পণ্য নষ্ট হয়ে...