১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম ভাঙ্গায় সংসদীয় আসন সীমানা দাবীর আড়ালে থানাও সরকারি অফিস ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা কথা এখন পুরো ভাঙ্গা জুড়ে আলোচনা সরব রয়েছে। আন্দোলনের মাঝে ফ্যাসিবাদের অনু প্রবেশের কারনে ভাঙ্গা আইনশৃঙ্খলা এই অবনতির কারণ বলে ভাঙ্গা রাজপথে যৌক্তিক কারণ নিয়ে আন্দোলন করা জনতার দাবি। কেউ কেউ মনে করছেন, বৈধ আন্দোলন কে পিছনে ফেলা দেওয়ার জন্য একটি কুচক্রী মহল আন্দোলনকারীদের পেছনে থেকে ভাঙ্গার শান্তি প্রিয় জনতার উপর দোষ চাপিয়ে, তারা জনতার কাতারে ছদ্মবেশ ধারন করে ছিল। আর এই পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো মহলটিই ভাঙ্গা সকল সরকারি স্হাপনায় হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের জন্য দায়ী বলে সুশীল সমাজ মনে করেন। বোদ্ধা ও শিক্ষিত মহল মনে করেন আল্লাহতালা ভাঙ্গাবাসী সহ সকল প্রশাসনকে...