এশিয়া কাপে ম্যাচ রেফারিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হয়েছিল পাকিস্তান। আইসিসির কাছে অভিযোগও জানায় তারা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পিসিবি। যদিও তাদের দাবি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে নাকচ হয়ে এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে পাকিস্তান।ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। জানা গেছে, আর্থিক দিক বিবেচনায় এশিয়া কাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। কারণ ম্যাচ বয়কটের পথে হাঁটলে আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসার সম্ভাবনা থাকবে। যেটা পিসিবির বর্তমান আর্থিক কাঠামোকে আরও দুর্বল করে দেবে।প্রতিবেদনে পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এটা অসম্ভব যে পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করবে। এমনটি কিছু করলে জয় শাহের নেতৃত্বাধীন...