জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনা ও আন্দোলন দুটোই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা নির্বাচনে যাব না–এমনটা বলিনি। আমরা বলেছি, পিআর পদ্ধতি উত্তম। আমরা উচ্চ ও নিম্নকক্ষে পিআর চাই। আলোচনা ও আন্দোলন দুটোই চালিয়ে যাব। পিআরসহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে আলোচনা ও আন্দোলন একইসাথে চলবে।’ জামায়াতের এই নেতা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের স্বচ্ছ নির্বাচন তারা পছন্দ করেনি। এমনটা জাতীয় নির্বাচনেও হওয়ার আশঙ্কা আছে। কমিশনের মেয়াদ বাড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসবে, এমনটা মনে করে না জামায়াত। এর জন্য প্রয়োজন সদিচ্ছা।’ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও সে অনুযায়ী...