ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম। রাজধানীর পল্টন থানার মামলায় প্রতারক চক্রের এই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মিলন মিয়া (৪২)। গতকাল সোমবার রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। জসীম উদ্দিন খান বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে গত ২ জুলাই পল্টন থানায় একটি মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তভার পায় সিআইডি। ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রতারক চক্রটি শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে ভুয়া ভিসা। বেশকিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে। এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে...