রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে জেলা মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্ত। এতে বক্তব্য দেন- জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, আইনজীবী মাহবুব রহমান, আইনজীবী রেহেনাজ পারভীন সালমা, হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব বাসুদের মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস। বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ...