বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২১:০৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া শাজাহানপুর উপজেলা সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ঊর্মি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাজেদুর রহমান সবুজসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনজুরুল হক রিপন। এ সময় মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুমসহ উপস্থিত অতিথিরা দৈনিক মানবকণ্ঠকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা...