পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরে ভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলক স্থাপনের ক্ষেত্রে এলইডি সাইনের বরাদ্দ রেট নির্ধারিত ছিল প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে সেই হার কমিয়ে মাত্র ৮০০ টাকা বর্গফুটে বরাদ্দ প্রদানের সুপারিশ করেন। অভিযোগ অনুযায়ী, এই অসৎ প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারের মোট ২৫ কোটি ১৩...