গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দেন সম্রাট। এ বিষয়ে ওসি গোলাম ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ওই ঘটনাটা তো সবারই জানা। তারই পরিপ্রেক্ষিতে ওনারা ১৮ জনের নাম উল্লেখ করে মোট ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করে গেছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে সবগুলো বিষয় পর্যালোচনা করে সিনিয়দের জানাব। তারপরই সিদ্ধান্ত...