দেশের রাজনীতিতে একটা গুমোট ভাব বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে। প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা পাল্টা অভিযোগ করেছেন, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, তারাই আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এরপর সরকারের কয়েকজন উপদেষ্টাসহ বিভিন্ন দলের নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ, জুলাই গণহত্যার বিচারসহ কিছু দাবিতে রাজধানী, জেলা ও উপজেলা তিন ধাপের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই আন্দোলনে থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও এবি পার্টির। তবে যুগপৎ আন্দোলন থেকে আপাতত নিজেদের সরিয়ে...