ভারতের রাজধানী দিল্লি প্রায়ই সংবাদ শিরোনাম হয় এর অত্যধিক দূষিত বাতাসের কারণে। এবার হলো দূষণের প্রভাবে দিল্লির অন্যতম আইকনিক স্থাপনা লাল কেল্লার কালো হয়ে যাওয়ার কারণে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অত্যধিক বায়ুদূষণের কারণে দিল্লির লাল কেল্লার ওপর কালো আস্তর পড়ছে। গবেষকরা বলছেন, দূষণকারী পদার্থ এবং লাল বেলেপাথরে তৈরি কেল্লার দেয়ালের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে তৈরি এই আস্তরণগুলো দশমিক শূন্য ৫ মিলিমিটার থেকে দশমিক ৫ মিলিমিটার পুরু। এই আস্তরগুলো কেল্লার জটিল নকশার ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেছেন গবেষকেরা। দিল্লির এই বিখ্যাত লাল কেল্লা মুঘল স্থাপত্যশৈলির এক অনন্য নিদর্শন। সতেরো শতকের এই কেল্লার ওপর বায়ুদূষণের নেতিবাচক প্রভাব নিয়ে এটিই প্রথম কোনো গবেষণা। ব্যাপক পরীক্ষা‑নিরীক্ষার মাধ্যমে নমুনা সংগ্রহ করে গবেষণাটি করা হয়েছে। বিশ্বের অন্যতম...