দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মাইওয়ান বাজারজাত করছে নতুন প্রজন্মের ১.৫ ও ২.০ টন দুটি ইনভার্টার এসি। সর্বাধুনিক প্রযুক্তির এনার্জি সেভিং ফিচারের সমন্বয়ে তৈরি এই এসি দ্রুত ও কার্যকর কুলিং প্রদানের পাশাপাশি ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।সম্প্রতি মিনিস্টারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই মডেল দুটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়ার্দ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।সব ঋতুতেই নিরবচ্ছিন্ন শীতলতা ও আরামদায়ক পরিবেশের অনুভূতি দিতে মাইওয়ান ইনভার্টার এসি দুটিতে রয়েছে ১৬°C থেকে ৪৩°C পর্যন্ত অপারেশন টেম্পারেচার রেঞ্জের সুবিধা। নতুন এই ইনভার্টার এসি দুটিতে ব্যবহৃত হয়েছ অত্যাধুনিক প্রযুক্তির কম্প্রেসার, যা ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে...