১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম গাজা ভূখণ্ডে দুই বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইলি কসাইরা। বিশ্বের অধিকাংশ দেশ ওই গণহত্যার বিরুদ্ধে সরব হলেও ইসরাইলি কসাইদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতেই ‘ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান দিলেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। যিনি নিজে ইহুদি বংশোদ্ভুত। হান্নার ওই দুঃসাহসিক ভাষণ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার প্রশংসা করেন। তবে সমালোচনাও করেছেন ইহুদিরা। বিশেষ করে ইসরাইলি গণহত্যাকে খুল্লামখুল্লা সমর্থন জানানো তথাকথিত নরপিশাচরা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বসেছিল এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। পুরস্কার নেওয়ার পরে তার অনুভূতির কথা জানাতে এসে...