বিশাল জনবল নেবে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের ও অধীনস্থ দপ্তরগুলোর রাজস্ব খাতভুক্ত ৪ শতাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ সেপ্টেম্বরে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।চলুন, একনজরে দেখে নিই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫পদের নাম ও বিবরণ১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক২৮২৫ জনকে চাকরি দেবে পিএসসি, আবেদন যেভাবেপদসংখ্যা : ২২৪শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)বয়সসীমা...