ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের আলোচিত নায়িকা বনশ্রী। একসময় রঙিন পর্দা কাঁপিয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল ও আমিন খানের বিপরীতে।পর্দায় বনশ্রী নামে পরিচিত মিললেও তার মূল নাম শাহিনা শিকদার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন এই চিত্রনায়িক। হাফডজনের মতো ব্যবসাসফল সিনেমার এই নায়িকার জীবনের বড় একটি সময় একেবারেই ভালো কাটেনি। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। ছিল না মাথা গোঁজার মতো একটি আবাসস্থল। নায়িকা হয়েও থেকেছেন বস্তিতে। রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে ফুল বিক্রি করে সংসার চলত তার। বাসে বাসে হকারিও করতে হয়েছে তিন বেলা খাবার জোটাতে।বনশ্রীর জন্ম শিবচরের মাদবরের চর ইউনিয়নে। ১৯৭৪ সালের ২৩ আগস্ট ওই এলাকার শিকদারকান্দি গ্রামে জন্ম তার। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের...