ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে অনেকটা এগিয়েই থাকে প্রিমিয়ার লিগ। ইংলিশ ফুটবলের উম্মাদনা ও মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে সর্বত্র। যে লিগে হরহামেশা ঘটে অঘটনও। প্রথমে ইংলিশ লিগ নামে পরিচিত থাকলেও ১৯৯২-৯৩ মৌসুমে আবির্ভাব হয় প্রিমিয়ার লিগ নামে। এপর্যন্ত ৩২ মৌসুম মাঠে গড়িয়েছে লিগটির। যেখানে খেলেছেন বিশ্বের নামি-দামী সব ফরোয়ার্ড। দেখে নেয়া যাক প্রিমিয়ার লিগের সেরা দশ স্ট্রাইকার কারা। আর্লিং হালান্ড:সেরার দৌড়ে এখন প্রিমিয়ার লিগে খেলছেন এমন স্ট্রাইকারদের মধ্যে নরওয়ে তারকা আর্লিং হালান্ডের নাম আসবে সবার আগে। বরুশিয়া থেকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর পর থেকে হরেক চিত্রপটই পাল্টে দিচ্ছেন। প্রথম মৌসুমে লিগে ৩৬ গোল করে অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোলের রেকর্ড ভেঙেছেন। প্রিমিয়ার লিগে ঘরে মাঠে ম্যাচ প্রতি গড়ে একটি গোল করেছেন হালান্ড। সিটি জার্সিতে আছে আটটি হ্যাটট্রিক। আগের...