জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরায় ক্লাবের আগের ম্যাচে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও হয়তো তাকে পাবে না বার্সেলোনা। মুন্দো দেপোর্তিভোর খবর, ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি। আর একারণেই নিউক্যাসলের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম্যাচে ইয়ামালকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ইংলিশ ক্লাবটির মাঠে শুরু হবে ম্যাচটি। ব্যথা নিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইয়ামাল। তখন তাকে ব্যথানাশক ওষুধ দিয়ে খেলানো হয়েছিল স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। মূলত এ কারণে তার অবস্থা আরও খারাপ হয়েছে। জাতীয় দল থেকে ফেরার পরই...