একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বর্তমান বোর্ড থাকবে। ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব...