ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, চাকুরিচ্যুত প্রাক্তন উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইফসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খাননহ ৬ জনকে আসমি করে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।আরো পড়ুন:নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযানমানবপাচারসহ ১ হাজার ১৫৯ কোটি আত্মসাৎ করে ১৩ রিক্রুটিং এজেন্সি মানবপাচারসহ ১ হাজার ১৫৯ কোটি আত্মসাৎ করে ১৩ রিক্রুটিং এজেন্সি তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট বড় অংকের টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের...