চলতি বছর থেকে আবারও শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা; আসছে ডিসেম্বরে এ পরীক্ষার আয়োজন করা হবে। স্বীকৃতিপ্রাপ্ত সরকারি-বেসরকারি সব স্কুলের অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পাঁচটি বিষয়ে চারটি পত্রে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তাদের। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা নিতে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ডগুলো পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। “বছরে শেষাংশে ডিসেম্বর মাসে জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে। তবে এখনও চূড়ান্ত দিন-তারিখ নির্ধারণ হয়নি। আশা করছি দ্রুতই দিন-তারিখ নির্ধারণ হবে।” ঢাকা মাধ্যমিক...