দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করবে ৩৭টি কোম্পানি। মঙ্গলবার কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমতি দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে প্রতিটি কোম্পানি ৩০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। >> প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২ দশমিক ৫ ডলার। >> অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না। >> রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবে। >> এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ অনুমোদন পাওয়া কোম্পানিকেই রপ্তানি করতে হবে। কোনোভাবেই অন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না। >> সরকার প্রয়োজনে যেকোনো সময় রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা রাখে। দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এজন্য...