এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ লুক্সেমবার্গ। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে লুক্সেমবার্গের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এরপর এক এক করে অনেক দেশ এমন ঘোষণা দিতে শুরু করে। এ তালিকায় রয়েছে অস্ট্রেলিয়াও। ঘোষণা দেওয়ার ব্যাপারটি বিবেচনা করছে নিউজিল্যান্ড। এবার তালিকায় নতুন করে যুক্ত হলো লুক্সেমবার্গ।প্রায় দুই বছর ধরে ইসরায়েল-হামাস সংঘাত চলছে। এই সংঘাতের জেরে ফিলিস্তিনের গাজায় হামলা জোরদার করছে ইসরায়েল, মরছে হাজারো বেসামরিক নাগরিক। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলের এই কার্যক্রমের নিন্দা জানানো হচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে অনেকে। ত্রাণ পাঠালে তাতেও...