বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ হাজার ১৯২ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, মৃত ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭১৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে...