রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক রেজাউল কবির টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জুলাই আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এবার নতুন আলটিমেটাম ডিসি সারওয়ারেরপুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মডার্ন মোড়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মুখ্য সংগঠক মাহমুদুর...