ফেনী। বাংলাদেশের মানচিত্রে যার অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। বন্দরনগরী চট্টগ্রামের সাথে দেশের বাকি অংশের যোগাযোগের অনেকটা করিডোরের মতো এই জেলাটি। একদিকে ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর। ব্যবসাকেন্দ্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেনী। এই ফেনীর ফুলগাজী উপজেলাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। বেগম খালেদা জিয়ার জন্ম ও বেড়ে ওঠা দিনাজপুরে। তবে তাঁর পরিচয়, তিনি ফেনীর মেয়ে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন ফেনী-১। বাংলাদেশের রাজনীতিতে ভিন্নভাবে স্থান করে নেয়া একটি আসন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নিজের বাড়ি ফেনী-১ এবং স্বামীর বাড়ি বগুড়া-৭ সহ পাঁচটি আসনে জয়ী হন বেগম খালেদা জিয়া। পরে বগুড়াসহ চারটি আসন ছেড়ে দিয়ে ফেনী-১ আসন থেকে নিজে প্রতিনিধিত্ব করেন। সেই নির্বাচনে জয়ী হয়েই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এরপর থেকে ফেনী-১ বেগম...