‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- দ্বিতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি নগর মাতৃসদন ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে তিনি নবনির্মিত এসব ভবনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে ১১টি সিটি করপোরেশন ও ১৮টি পৌরসভায় ৪৫টি পার্টনারশিপ এলাকায় ৪৫টি নগর মাতৃসদন, ১৬৭টি নগর স্বাস্থ্যকেন্দ্র ও ৩৩৪টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শিশু ও পুষ্টি সেবাসহ মোট ১৭ প্রকারের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।’ বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত এ...