মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা জানান। বুয়েট শিক্ষার্থীরা বলেন, তাদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকেন এবং সবার যুক্তি-তর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেন, যেন কারো প্রতি কোনোরূপ বৈষম্য তৈরি না হয়। তারা বলেন, আলোচনার টেবিলে সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাদের পক্ষ থেকে। সংস্কার কমিশনে ডিপ্লোমাদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন, তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছেন। বুয়েট শিক্ষার্থীরা আরও বলেন, এর মধ্যে একজন আইডিইবির সদস্য মো. নাজিম সরকার, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন, তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে,...