কাবা মুসলমানদের কিবলা। মুসলমান মসজিদুল হারামে কাবার সামনে বা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, নামাজের সময় কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। কিবলামুখী হয়ে নামাজ আদায় করা ফরজ। কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গা থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেন, তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও, তোমরা যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। (সুরা বাকারা: ১৪৪) তাই কেউ যদি কিবলার দিক জানা থাকার পরও অন্য দিকে ফিরে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কেউ যদি নতুন কোনো এলাকায় যায়, কিবলার দিক জানা না থাকে, তাহলে কম্পাস বা সূর্যের গতিপথ দেখে, মানুষকে জিজ্ঞাসা করে অথবা অন্যান্য উপায়ে কিবলার দিক জানার যথাসাধ্য চেষ্টা করতে হবে। তারপর নিশ্চিত জ্ঞান বা প্রবল ধারণা অনুযায়ী কিবলার দিকে ফিরে নামাজ আদায়...