ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ‘স্পষ্ট অবস্থান’ জানতে চেয়েছেন। মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার আগে আমি সব চুক্তি প্রস্তুত রাখতে চাই। যুক্তরাষ্ট্র ও সব ইউরোপীয় অংশীদারের সমর্থনসহ একটি নথি চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। আর তা করতে হলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট অবস্থান প্রয়োজন। দ্রুতই যুক্তরাজ্যে সফরে যাবেন ট্রাম্প। জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে ‘খুব নির্দিষ্ট আলোচনা’ করবেন। ইউরোপকে রুশ তেল না কেনার আহ্বান প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং কিয়েভকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে। তার ভাষায়, আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্র যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যাতে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পেরও...