দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের নিরাপত্তা পরীক্ষা দ্রুত ও সহজ করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত থ্রিডি স্ক্যানার স্থাপন শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই স্ক্যানারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই লাগেজ পরীক্ষা সম্পন্ন হবে। এতে যাত্রীদের আর ল্যাপটপ, সুগন্ধি, পানির বোতল কিংবা অন্যান্য তরল পদার্থ আলাদা করে বের করতে হবে না। প্রকল্পটি ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। শ্রবণপ্রতিবন্ধী যাত্রীদের সহায়তায় দুবাই বিমানবন্দরে সবগুলো টার্মিনালে আধুনিক ‘হিয়ারিং লুপ’ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ৫২০টিরও বেশি হিয়ারিং লুপ স্থাপন করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ডেস্ক, বোর্ডিং গেট এবং তথ্যকেন্দ্রে। যাত্রীদের কোনো অতিরিক্ত ডিভাইস ব্যবহার ছাড়াই এটি কাজ করবে। এ ছাড়া সামনের সারির কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা এসব যাত্রীদের...