কুমিল্লার লালমাইয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের হত্যা মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মোট নয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই যুবক কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে। র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ঢাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দেবীদ্বার উপজেলার চুলাস গ্রামের ফারুক (৪৫), আতাপুর গ্রামের মফিজুল ইসলাম (৪৫) ও তাজুল ইসলাম (৪২), নুর মানিকচর গ্রামের মরিয়ম (৩৭) এবং ফাতেমা আক্তার সিনথিয়া (১৯), লালমাই উপজেলার রুবেল আহাম্মেদ (৩৯) ও লাকসামের আবুল হাসেম...