চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনী অভিযানে দুর্ধর্ষ অপরাধী আখতার হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়,তার বাড়িতে যৌথ অভিযান চালিয়ে একটি গোপন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকসহ ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট,৩টি সামরিক গ্রেডের কম্পাস,২১টি মোবাইল ফোন,৯৫টি সিম কার্ড,পেনড্রাইভ ও মেমোরি কার্ড,১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। গ্রেপ্তার আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধীদের শীর্ষ তালিকাভুক্ত আসামি এবং আনোয়ারা...