দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের নির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ করে বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলোয়াড়রা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কোনো কারণ ছাড়াই তা স্থগিত করা হয়। রাত ৯টায় দলের অনুশীলন সেশন হওয়ার কথা রয়েছে, যদিও পরিস্থিতি অনুযায়ী সেটিও বাতিল হতে পারে বলে পাকিস্তানের একটি গণমাধ্যম জানিয়েছে। আগামীকাল এশিয়া কাপে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। পাকিস্তান–ভারত ম্যাচে আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকায় আপত্তি জানিয়ে তাঁকে সরানোর অনুরোধ করেছিল পিসিবি। কিন্তু আইসিসি সেই আবেদন নাকচ...