প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আদানি–প্রেমের’ আরেক ‘নমুনা’ পেশ করল কংগ্রেস। অভিযোগ করল, ১ হাজার ৫০ একর জমি, যার ওপর রয়েছে ১০ লাখ গাছ, তা বছরে মাত্র ১ টাকা ভাড়ায় ৩৩ বছরের জন্য তা তুলে দেওয়া হয়েছে শিল্পপতি গৌতম আদানির হাতে। আদানি গোষ্ঠী সেখানে তাপবিদ্যুৎকেন্দ্র গড়বে। কংগ্রেসের অভিযোগ, ঠিক এভাবে বিভিন্ন রাজ্যে ভোটের আগে মোদি সরকার জমি তুলে দিচ্ছে তাঁর ঘনিষ্ঠতম শিল্পবন্ধু গৌতম আদানির হাতে। বিহারের লাগোয়া ঝাড়খন্ডের গোড্ডাতেও ভোটের আগে তারা জমি দিয়েছিল আদানি গোষ্ঠীকে তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য। ঝাড়খন্ডের ভোটে বিজেপি হেরেছিল। এবার বিহারের ভোটের আগে বিজেপি একই কাজ করছে। এখানেও হারবে। আদানিদের ওই জমি দেওয়া হয়েছে ভাগলপুরে। সেখানে গতকাল সোমবার প্রধানমন্ত্রী ওই তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করেন। সেখানে তৈরি হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র। শিলান্যাস অনুষ্ঠানের ঠিক আগে কংগ্রেস নেতা...