তীব্র গরমে কমছে মানুষের কর্মক্ষমতা, বাড়ছে দেশের অর্থনৈতিক ক্ষতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশে ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষতি ২১ হাজার কোটি টাকা। যা জিডিপির দশমিক ৩ থেকে দশমিক ৪ ভাগ। বিশ্বব্যাংকের বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব নিয়ে গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এই ক্ষতির পরিমাণ বেড়ে হতে পারে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছাড়ালেই শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা হঠাৎ কমে যায়। অতিরিক্ত তাপমাত্রা মানুষের কাজের সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। কর্মঘণ্টা হারানোর ক্ষেত্রে...