দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘বিশ্ব ওজোন দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘থার্ড ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন অ্যান্টিসিপেটরি অ্যাকশন ইন বাংলাদেশ’ এ অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের উপস্থিতিতে ঢাকায় মানিক মিয়া এভিনিউতে ‘বিশ্ব ওজোন দিবস ২০২৫’ এর শোভাযাত্রা আয়োজিত হয়। ছবি: পিআইডি ঢাকায় বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ...