মডেল সানাই মাহবুব আদালতকে বলেছেন, স্বামী আবূ সালেহ মূসার সঙ্গে সংসার করতে তিনি রাজি, তবে সেজন্য তাকে শর্ত মানতে হবে। “ও (মূসা) যদি সংসার করতে চায় আমি সংসার করব। তবে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে আমাকে দেখভাল করতে হবে।” মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই শর্তের কথা তুলে ধরেন সানাই। পরে মূসাও বলেছেন, তিনিও সংসার করতে চান। তবে ‘অন্যরা যেভাবে করে’, সেভাবে সানাইকে সংসার করতে হবে। যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী মূসার বিরুদ্ধে মামলা করেছেন সানাই। সেই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মূসা। মূসার আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম আদালতকে বলেন, “আসামি বাদীর সাথে সংসার করতে চান।” পরে বিচারক সানাইয়ের বক্তব্য জানতে...